৫২ বছর বয়সী আবুল বাশার কিডনি রোগে ভুগছেন গত ৮ বছর ধরে। প্রায় ৫ বছর ধরে সিজেডএম যাকাত ও সাদাকাহ তহবিলের সহায়তায় ডায়ালাইসিস সেবা পাচ্ছেন। পরিবারের যা আয় তা দিয়ে মাসে প্রায় ৪০ হাজার টাকার ডায়ালাইসিস খরচ চালানো একেবারেই অসম্ভব।
মাসে ১২ টি ডায়ালাইসিসের প্রয়োজন হয় আবুল বাশারের। প্রতিটি ডায়ালাইসিসের খরচ ৩ হাজার টাকা, মাসে মোট ১২টি ডায়ালাইসিসের খরচ দাঁড়ায় ৩৬ হাজার টাকা এবং তিন মাসের ডায়ালাইসিসের খরচ দাঁড়ায় ১ লক্ষ ৮ হাজার টাকা।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং মানবিক দায়িত্বের কথা ভেবে আবুল বাশারের একদিন, এক সপ্তাহ, এক মাস কিংবা তিন মাসের ডায়ালাইসিসের দায়িত্ব গ্রহণ করুন।