চুক্তিভিত্তিক চাকরির উপর নির্ভরশীল ছিলেন মো. শাহীনুজ্জামান। কিন্তু কিডনি ডায়ালাইসিস শুরু হওয়ার পর সেই চাকরিটিও হারান তিনি। দীর্ঘ ৭ বছর ধরে ডায়ালাইসিস নিতে নিতে সমস্ত সঞ্চয় শেষ হয়ে যায়, নিঃস্ব হয়ে আশ্রয় নেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর কাছে। এসএসসি পড়ুয়া একটি ছেলেসহ ৪ সদস্যের এই পরিবারের আর কোনো উপার্জনক্ষম ব্যক্তি নেই। একসময় স্বচ্ছল হলেও ভাগ্যের পরিক্রমায় আজ তিনি ও তাঁর পরিবার পুরোপুরি অন্যের সহায়তার ওপর নির্ভরশীল।
সিজেডএম-এর সাদাকাহ ও যাকাত ফান্ডের সহায়তায় প্রায় ৩ বছর ধরে নিয়মিত ডায়ালাইসিস পাচ্ছেন শাহীনুজ্জামান। প্রতি মাসে তাঁর ১২টি ডায়ালাইসিস প্রয়োজন হয়। প্রতিটি ডায়ালাইসিসের খরচ ৩,০০০ টাকা—অর্থাৎ মাসে মোট ব্যয় ৩৬,০০০ টাকা। তিন মাসের ডায়ালাইসিস ব্যয় দাঁড়ায় ১ লাখ ৮ হাজার টাকা।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের অভিপ্রায়ে এবং মানবিক দায়িত্ববোধ থেকে আপনি চাইলে শাহীনুজ্জামানের একদিন, এক সপ্তাহ, এক মাস কিংবা তিন মাসের ডায়ালাইসিসের দায়িত্ব গ্রহণ করতে পারেন।