অসহায় ও ক্ষুধার্তদের খাদ্য সহায়তা দিন

আল্লাহর কাছে পছন্দনীয় ইবাদতের মধ্যে অন্যতম হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। যারা মানুষকে খাবার প্রদান করে তাদের জন্য উত্তম প্রতিদানের ঘোষণা দিয়ে আল্লাহ তা’আলা বলেন, "তারা খাদ্যের প্রতি ভালবাসা সত্ত্বেও (অথবা আল্লাহর প্রতি ভালবাসার জন্য) মিসকীন, ইয়াতীম ও বন্দীকে খাদ্য দান করে। (আর বলে,) “আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই তোমাদেরকে খাওয়াই, (এর জন্য) তোমাদের কাছ থেকে কোন প্রতিদান কিংবা কৃতজ্ঞতা চাই না।" (সুরা দাহর: ৮-৯)

যে কোন সহায়তার  ক্ষেত্রে সিজেডএম মানুষের মানবিক মর্যাদার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই কোন সুবিধাভোগীকে সিজেডএম অফিসে এসে খাবার সংগ্রহ করতে হয়না। বরং সিজেডএম-এর ফিল্ড অফিসাররাই রাসূল সাঃ-এর সুন্নাহ অনুসরণ করে সুবিধাভোগীদের বাড়ি গিয়ে খাবার পৌছে দিয়ে থাকেন।

মানুষের মুখে খাবার তুলে দেয়ার এই মহতী উদ্যোগে আপনিও শামিল হতে পারেন --জন হিসেবে, বা দিন হিসেবে, বা মাস হিসেবে, এমনকি বছর হিসেবেও আপনার যখন যতটুকু ইচ্ছে  ও সামর্থ্যে সম্ভব।

 

অনুদান পাঠানোর উপায়:

১. অ্যাপের মাধ্যমে ও অনলাইনে: 

www.czm-bd.org/pay_zakat/

অথবা

২. ব্যাংক টু ব্যাংক

Account Name: Center for Zakat Management

Account No. 2207318004608

Prime Bank PLC.

Routing Number: 170264484

SWIFT Code (BIC): 
PRBLBDDH

Branch: Tejgaon

৩. মোবাইল ব্যাংকিংঃ বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাপঃ

০১৭২৯ ২৯৬ ২৯৬ (মার্চেন্ট একাউন্ট, পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)