৫৭ বছর বয়সী তাবাসসুম বেগম গত ১০ বছর ধরে কিডনি রোগে ভুগছেন। পরিবারের একমাত্র আয়ের উৎস তাঁর ছেলের মাসিক ১২ হাজার টাকা বেতনের চাকরি। দীর্ঘদিনের চিকিৎসা ব্যয়ে সর্বস্ব হারিয়ে বিধবা তাবাস্সুম বেগম এখন তিনি একেবারে অসহায় হয়ে বসবাস করছেন মেয়ের বাসায়।
এমন পরিস্থিতিতে গত আড়াই বছর ধরে আপনাদের সহায়তায় সিজেডএম নিয়মিত তাঁর ডায়ালাইসিস সেবা দিয়ে যাচ্ছে। প্রতি মাসে তাঁকে ৮টি ডায়ালাইসিস করতে হয়, যার প্রতিটির খরচ ৩,০০০ টাকা। অর্থাৎ বছরে মোট খরচ দাঁড়ায় ২,৮৮,০০০ টাকা।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং মানবিক দায়িত্বের কথা ভেবে তাবাসসুম বেগমের একদিন, এক সপ্তাহ, এক মাস কিংবা পুরো বছরের ডায়ালাইসিসের দায়িত্ব গ্রহণ করুন।
আল্লাহ তাআলা আপনার দানকে কবুল করুন। আমিন।