কিডনী বিকল হয়ে ডায়ালাইসিস চিকিৎসার শরণাপন্ন হওয়া এবং এর খরচ বহন করা বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠির জন্য একটি ভয়াবহ আযাবের মত। অন্তত একজন মানুষের কষ্রট লাঘবে সহায়তা দিলেও আল্লাহ তা'আলার কাছ থেকে এর প্রতিদান যেমন বহুমুখী, তেমনি সুদূরপ্রসারী।
সিজেডএম কিডনী রোগীদের সুবিধাবঞ্চিত কিডনী-বিকল রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সেবা দিয়ে যাচ্ছে। ঢাকার ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে সিজেডএম-এর একটি বিশেষ ইউনিটে ১০টি ডায়ালাইসিস মেশিনের সাহায্যে বছরজুড়ে ৬০ জন রোগী এই সেবা পেয়ে আসছে। তহবিল প্রাপ্তিসাপেক্ষে রোগীর সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে সিজেডএম-এর।
দরিদ্র ব্যক্তিদের ডায়ালাইসিস সেবায় আপনার হাতটি বাড়িয়ে দিন। ভুলবেন না, আপনার প্রতিটি ইতিবাচক অংশগ্রহণ, তা যেভাবেই হোক, বা যত অল্প পরিমাণই হোক, একজন দরিদ্র্য কিডনী রোগীর কষ্ট লাঘবে অনেক বড় ভূমিকা রাখে।
মহান রব এর মাধ্যমে আপনার ও আপনার পরিবারের কষ্ট লাঘব করে দিন, পরীক্ষাগুলোকে সহজ করে দিন, আমীন!
৬০ জন রোগীর ডায়ালাইসিসের গড় খরচঃ
৩০ জন রোগীর জন্য ইতোমধ্যে স্পন্সর পাওয়া গিয়েছে। বাকি ৩০ জনের জন্য প্রতি মাসে প্রয়োজন প্রায় সাড়ে সাত লাখ টাকা ( ৭ লাখ ৫০ হাজার টাকা)।