- 2025-02-21
জানুয়ারী মাসে সিজেডএম যখন মাসুদ পারভেজের জন্য ক্যাম্পেইন শুরু করে, তখন ডাক্তার পারভেজকে ৩ মাস বা ৮৪ দিনব্যাপী দৈনিক একটি করে ট্যাবলেট ভেলপানেক্স সেবনের পরামর্শ দিয়েছিলেন যার একেকটির দাম ১০০০ টাকা।
ফেব্রুয়ারির ২১ তারিখ পর্যন্ত জানা গেছে, তিনি ২৯টি ডোজ সম্পন্ন করেছেন। আলহামদুলিল্লাহ। এর মানে দাড়াচ্ছে, পারভেজের আর প্রয়োজন ৫৫ হাজার টাকার সহায়তা বা ৫৫টি ট্যাবলেটের খরচ, ইন শাআল্লাহ। আসুন, আমরা তার পরিপূর্ণ সুস্থতা ও তার চিকিতসার খরচ যেন সহজ করে দেন আল্লাহ রাব্বুল 'আলামীন, সেই দোয়া করি।
মাসুদ পারভেজের স্বাস্থ্যের বর্তমান অবস্থার আপডেট জানার জন্য সাথেই থাকুন।
ধন্যবাদ।