নির্বাচিত জিনিয়াস শিক্ষার্থীদের জন্যে প্রয়োজনীয় নির্দেশনাবলী
নিন্মের কাগজপত্র গুলো সংগ্রহ করুন-
- সদ্য তোলা পাসপোর্ট সাইজের নিজের ০১ কপি রঙিন ছবি
- আপনার নিকটস্থ এক্সিম ব্যাংকে নিজের নামে একাউন্ট খুলে ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করুন
- ডিপার্টমেন্ট থেকে স্টুডেন্টশীপ সার্টিফিকেট এর মূল কপি সংগ্রহ করুন। স্টুডেন্টশীপ সার্টিফিকেট অবশ্যই ২২ আগস্ট ২০২২ এর পরে ইস্যুকৃত হতে হবে
- বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র অথবা পে-ইন স্লিপ এর ফটোকপি
- জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি, জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন এর ফটোকপি
- পরিবারের মাসিক আয়ের সনদপত্র এর মূল কপি। অবশ্যই ০১ আগস্ট ২০২২ এর পরে ইস্যুকৃত হতে হবে
- উপর্যুক্ত ডকুমেন্ট সমূহ এবং নিজের পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে প্রয়োজনীয় তথ্যসহ আগামী ০৫ সেপ্টেম্বর ২০২২ তারিখের এর মধ্যে https://tinyurl.com/gsp2021docs এই লিংকে নিজের ইমেইল থেকে আপলোড করতে হবে (ঢাকা অঞ্চলের জন্যে ২৭ আগষ্ট ২০২২ এর মধ্যে আপলোড করতে হবে এবং আগামী ২৭ তারিখে অনুষ্ঠিতব্য বৃত্তিপ্রদান অনুষ্ঠানে হার্ডকপি নিয়ে আসতে হবে)
- প্রয়োজনে [email protected] এই ইমেইলে যোগাযোগ করুন অথবা ঢাকা, খুলনা, কুষ্টিয়া, বরিশাল ও ময়মনসিংহ অঞ্চলের জন্যে ০৯৬১১-৪৩১৪৩১ এক্সটেনশন ১৯৫ নম্বরে এবং চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট ও কুমিল্লা অঞ্চলের জন্যে ০৯৬১১-৪৩১৪৩১ এক্সটেনশন ১৯৩ নম্বরে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করতে হবে
- প্রতিমাসের ক্যাপাসিটি বিঁল্ডিং এর সেশন দেখার পর তার সম্পর্কিত ফিডব্যাক গুগোল লিংকে পূরণ করতে হবে