[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now

ছোট মেহেদীর বড় লড়াই, আপনার যাকাত/সাদাকাহ বাঁচাতে পারে

  • ছোট মেহেদীর বড় লড়াই, আপনার যাকাত/সাদাকাহ বাঁচাতে পারে image

ছোট মেহেদীর বড় লড়াই, আপনার যাকাত/সাদাকাহ বাঁচাতে পারে

বগুড়ার শাজাহানপুর উপজেলার চকপাড়া গ্রামের আড়াই বছর বয়সী শিশু মোঃ মেহেদী হাসান জন্ম থেকেই ভুগছে জন্মগত হৃদরোগে (Perimembranous VSD)।
এই রোগের কারণে তার হৃদয়ে স্বাভাবিকভাবে রক্ত প্রবাহ হচ্ছে না। খেলাধুলা, হাঁটা, এমনকি স্বাভাবিক শ্বাস নেওয়াতেও সে কষ্ট পায়। চিকিৎসকের ভাষায়—অস্ত্রোপচার ছাড়া তার জীবন যেকোনো সময় বড় ঝুঁকিতে পড়তে পারে।

মেহেদীর বাবা একজন দিনমজুর। দৈনিক আয়েই যেখানে সংসার চলে, সেখানে তিনি নিজেই কিডনির রোগে আক্রান্ত। এই পরিবারের পক্ষে প্রায় ২,৫০,০০০ টাকা ব্যয়ে হৃদযন্ত্রের অস্ত্রোপচার করানো একেবারেই অসম্ভব।

কিন্তু আল্লাহ তায়ালা কাউকে অসহায় রেখে দেন না - সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (CZM) উদ্যোগ নিয়েছে মেহেদী হাসানের চিকিৎসা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল-এ সম্পন্ন করার।

“আর যে কেউ একটি প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল।” - (সূরা আল-মায়িদাহ: ৩২)

আজ আপনার দেওয়া যাকাত বা সাদাকাহ এই নিষ্পাপ শিশুটির হৃদয়ে নতুন স্পন্দন ফিরিয়ে দিতে পারে। আপনার সামান্য সহযোগিতাই হতে পারে মেহেদীর সুস্থ জীবনে ফিরে আসার সবচেয়ে বড় আশ্রয়।

আসুন, আমরা সবাই মিলে একটি জীবন বাঁচাই। এখনই মেহেদী হাসানের চিকিৎসার জন্য দান করুন।

Campaign ID: #1062
Started From: 28 December, 2025 11:46 AM
Ended On: 15 January, 2026 11:46 PM
Raised: 49050 Tk
Goal: 250000 Tk
19%
0 Days Left
3 Supporters
Program

FERDOUSI - Primary Healthcare

Category

  • FERDOUSI
  • INSANIAT

Have any question?
Contact Us