সম্পন্ন হলো ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫ বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান
এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে যাকাত সম্পর্কে সচেতনতা এবং এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সমাজে সাম্য ও কল্যাণ নিশ্চিত বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখার একটি প্ল্যাটফর্ম।
যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা সমাজে সাম্য প্রতিষ্ঠা ও দারিদ্র বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই উপলব্ধিকে আরও বিস্তৃত করতে এবং মানুষকে যাকাত সম্পর্কে সচেতন করতে, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রতি বছর যাকাত ফেয়ারের আয়োজন করে আসছে। তারই ধারাবাহিকতায়, ২০২৫ সালের ২২ ও ২৩ ফেব্রুয়ারি, ঢাকার আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় "ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫"। এ্রবারের ফেয়ারের অন্যতম আকর্ষণ ছিল দেশব্যাপী আয়োজিত "যাকাত বিষয়ক বই পড়া প্রতিযোগিতা"।
২২ ফেব্রুয়ারি ২০২৫, শনিবার, ত্রয়োদশ যাকাত ফেয়ারের প্রথম দিনে, বই পড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও নগদ অর্থ পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কেবিনেট সেক্রেটারি ড. আব্দুর রশীদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন ওয়ার্ল্ড যাকাত অ্যান্ড ওয়াকফ ফোরামের সেক্রেটারি জেনারেল দাতুক ড. মোহাম্মদ গাজালী নূর। এছাড়া আরো উপস্থিত ছিলেন সিজেডএম-এর চেয়ারম্যান জনাব নিয়াজ রহীম, রহীম আফরোজ গ্রুপের গ্রুপ ডিরেক্টর মুনাওয়ার মিসবাহ মঈন, সিজেডএম-এর কর্মকর্তাবৃন্দ এবং যাকাত ফেয়ারের আয়োজক কমিটির সদস্যরা, প্রতিযোহগিতায় বিজয়ীরা ও উপস্থিত দর্শকবৃন্দ।
প্রায় ১২, ০০০ ব্যক্তি এতে অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন, এবং শেষাবধি ৬,০০০-এর বেশী পরীক্ষার্থী দুই ক্যাটেগরিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশ নেন। ক্যাটাগরি ১ (১৫-২৫ বছর বয়সী) অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মুহাম্মাদ মুহাসিন, স্থান: মো. হাবিবুর রহমান ও মো. শামিম ইকবাল। ক্যাটাগরি ২ (২৬-৪৫ বছর বয়সী) অংশগ্রহণকারীদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মো. রবিউল ইসলাম, মেহেদী হাসান ও রিদওয়ানুল আরিফীন।
প্রতিযোগিতার মূল লক্ষ্য ছিল অংশগ্রহণকারীদের যাকাত সম্পর্কে সচেতন করা এবং এ সংক্রান্ত ইসলামী জ্ঞান বিস্তারে উদ্বুদ্ধ করা। সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) প্রকাশিত বই ‘যাকাতের বিধিবিধান” থেকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়। সিজেডএম-এর সাথে জড়িত ব্যক্তিবর্গ এবং তাঁদের পরিবারের সদস্যবৃন্দ ব্যতিরেকে বয়সী বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিরা এই প্রতিযোগিতায় অংশ নেন। রেজিস্ট্রেশন সংঘটিত হয় অনলাইনে । সফলভাবে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে প্রতিযোগীদেরকে বই ডাউনলোড করার পাঠানো লিংক পাঠানো হয়। পরীক্ষা সম্পন্ন হয় MCQ পদ্ধতিতে এবং লিখিত উপায়ে। উভয় ক্যাটাগরিতে ১০০ জন করে মোট ২০০ জনকে পুরস্কার প্রদান করা হয়। উভয় ক্যাটাগরিতে ১ জন করে ১ম পুরস্কার ছিল ৫০ হাজার টাকা, ২য় পুরস্কার ৩০ হাজার টাকা, ৩য় পুরস্কার ২০ হাজার টাকা। উভয় ক্যাটাগরিতে ২ জন করে ৪র্থ -৫ম পুরস্কার ১০ হাজার টাকা , উভয় ক্যাটাগরিতে ৫জন করে ৬ষ্ঠ – ১০ম পুরস্কার ৫ হাজার টাকা, উভয় ক্যাটাগরিতে ১০ জন করে ১১তম-২০তম পুরস্কার ৩ হাজার টাকা এবং উভয় ক্যাটাগরিতে ৮০ জন করে ২১তম – ১০০তম পুরস্কার ছিল ১ হাজার টাকা।
ত্রয়োদশ যাকাত ফেয়ার ২০২৫ এবং বই পড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সকলের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত সম্পর্কে গভীরভাবে জানার এবং তা সমাজে ছড়িয়ে দেওয়ার একটি প্ল্যাটফর্ম। সিজেডএম ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ নিয়ে যাকাত সচেতনতা এবং এর যথাযথ বাস্তবায়নের মাধ্যমে সমাজে সাম্য ও কল্যাণ নিশ্চিত বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ!