CIPD রোগে আক্রান্ত জাহিদুলের সাহায্য প্রয়োজন
কুড়িগ্রামের রাজিবপুরের বেপারীপাড়া গ্রামের মো. জাহিদুল ইসলামের বয়স মাত্র ৩১ বছর। তিনি CIDP (ক্রনিক ইনফ্লেমেটরি ডিমায়েলিনেটিং পলিনিউরোপ্যাথি) নামক এক জটিল রোগে ভুগছেন। বর্তমানে জাহিদুলের ঘাড় আক্রান্ত হয়েছে। ডাক্তার জানিয়েছেন, তার ঘাড়ে অপারেশন দরকার। অপারেশন, ঔষধ, হাসপাতাল খরচ বাবদ গড়ে তার মোট প্রয়োজন ১ লাখ ৫০ হাজার টাকার মত। এর চেয়ে বেশিও প্রয়োজন হতে পারে। তার স্ত্রী জলিফা সুবিধাবঞ্চিত ও দুর্দশাপীড়িত জনগোষ্ঠির একজন সদস্যা যার পক্ষে সম্ভব নয় স্বামীর চিকিৎসা করানো।
একজনের বিপদ যেমন তার জন্য ঈমানী পরীক্ষা, তেমনি সুবিধাপ্রাপ্তদের জন্যেও পরীক্ষা তারা আল্লাহর বান্দাদের পাশে নিজেদের সাধ্যমত দাঁড়ায় কিনা,তা প্রমাণের জন্য। আমাদের অনেকেই নিয়ামতের সাগরে ডুবে থাকি, তাই বুঝতেই পারি না, কত নিয়ামত আমাদেরকে দেয়া হয়েছে। এসব নিয়ামতের শোকর আদায়ের পাশাপাশি আসুন আমরা অসহায় দুঃখী মানুষগুলোর পাশে দাঁড়াই।
Program
FERDOUSI - Primary Healthcare
Category
- INSANIAT