হাড় কাঁপানো শীতে কাঁপছে সারা দেশ, শীতার্ত মানুষের পাশে দাঁড়ান
হাড় কাঁপানো শীতে কাঁপছে পুরো দেশ। অনেক অসহায় মানুষ শীতে প্রচণ্ড কষ্ট পাচ্ছে। এসকল শীতার্ত মানুষের পাশে সিজেডএম দাঁড়িয়েছে। এ বছর এ পর্যন্ত প্রায় ৯,০০০ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে।
শীতের প্রকোপ বেড়ে যাওয়ার সিজেডএম আরও ৫০০০ - ১০০০০ মানুষের মাঝে কম্বল বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। এ মহতী উদ্যোগে আপনিও অংশগ্রহণ করতে পারেন। পরিবহণ ও অন্যান্য খরচসহ প্রতিটি কম্বলের দাম মাত্র ৬০০ টাকা। সাধ্যমত যেকোনো পরিমাণ অনুদান প্রদানের মাধ্যমে আপনি আমাদের এ প্রচেষ্টায় অংশগ্রহণ করতে পারেন।
আগামী ১৫ জানুয়ারী পর্যন্ত এ ফান্ডে অনুদান দেয়া যাবে। অতঃপর সিজেডএম সংগৃহীত তহবিল ব্যবহার করে ক্রয়কৃত কম্বল উত্তরবঙ্গের শীতার্ত মানুষের মাঝে বিতরণ করবে ইন-শা-আল্লাহ্।
Program
INSANIAT - Emergency Support
Category
- INSANIAT