[email protected]
+880 288 70 770

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now

অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে চিকিৎসা সহায়তা

অন্ধদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে চিকিৎসা সহায়তা

সম্প্রতি সিজেডএম-এর সহায়তায় চোখের দৃষ্টিশক্তি ফিরে পে্যেছে ৭জন চক্ষু রোগী। বিশেষজ্ঞ চক্ষু ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিজেডএম-এর সহায়তায় ৭জন রোগীর চোখের অপারেশন করানো হয়েছে। তারা সবাই চোখের ছানি এবং চোখের মাংস বৃদ্ধিজনিত কারনে দেখতে অক্ষম ছিলেন। অপারেশন সফল হওয়ার পর তারা সবাই চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছেন আলহামদুলিল্লাহ। পর্যায়ক্রমে আরও ২১জন রোগীর অপারেশনের ব্যবস্থা করবে সিজেডএম। এসকল চক্ষু রোগীকে ঢাকাস্থ Social Advancement by Volunteer Everywhere (SAVE)- নামক বিশেষায়িত প্রতিষ্ঠান থেকে অপারেশন করানো হয়। 

সিজেডএম পরিচালিত বিক্রমপুর জেলার জীবিকা উন্নয়ন প্রকল্পের সদস্যদের জন্য ফ্রী চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন করেছিলো সিজেডএম। এই ক্যাম্প থেকে ১৫৭ জন সদস্যকে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ সেবা এবং চোখের বিভিন্ন ঔষধ সরবারহ করা হয়। এর মধ্যে ৮০ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। এছাড়া ডাক্তারের পরামর্শ অনুযায়ী ৭জন রোগীর চোখের অপারেশন সম্পন্ন করে এবং পর্যায়ক্রমে আরও ২১ জন রোগীর অপারেশন করাবে সিজেডএম। 

এভবে সারাদেশে ৬১টি হেলথ সেন্টারের মাধ্যমে সিজেডএম সুবিধাবঞ্চিত মানুষদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান করে আসছে। হেলথ সেন্টারগুলোতে প্রয়োজন অনুযায়ী চক্ষু চিকিৎসা ক্যাম্প স্থাপন করা হয়। চক্ষু চিকিৎসা ক্যাম্প থেকে গত সেপ্টেম্বর মাসে মোট ২৩৫জন সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চোখের চিকিৎসা সেবা দিয়েছে সিজেডএম।

উল্লেখ্য, সিজেডএম-এর ইনসানিয়াত ও ফেরদৌসি স্বাস্থ্য প্রকল্পের আওতায় জনপ্রতি ২০০০ টাকা করে বছরে ১০০০ জনকে মোট ২০,০০,০০০ টাকার চক্ষু চিকিৎসা সহায়তা দেয়া হয়।

অন্তত জনপ্রতি ২০০০ টাকার মাধ্যমে একজন ব্যক্তির বিনামূল্যে চোখের চিকিৎসা সেবার  এই মহতী উদ্যোগে আপনিও শামিল হতে পারেন।

১। ব্যাংক হিসাব

Account Name: Center for Zakat Management

Account No. 011200 3496028

Exim Bank of Bangladesh Ltd.

Routing Number: 100272691

SWIFT Code (BIC): EXBKBDDHO39

২। বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাপঃ ০১৭২৯ ২৯৬ ২৯৬ (মার্চেন্ট একাউন্ট, পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)

৩। অনলাইন পেমেন্ট করুনঃ www.czm-bd.org/pay_zakat/

বিস্তারিত জানতে কল করুনঃ ০১৭২৯ ২৯৬ ২৯৬

Campaign ID: #1021
Started From: 05 December, 2024 03:13 AM
Ended On: 29 December, 2024 03:13 AM
Raised: 0 Tk
Goal: 2000000 Tk
0%
0 Days Left
0 Supporters
Program

INSANIAT - Emergency Support

Category

  • FERDOUSI

Have any question?
Contact Us