[email protected]
+880 22222 98 255

1st Floor, 113/B, Tejgaon Industrial Area, Dhaka-1208

Donate Now

শুনতে কি চান শাওনের মিষ্টি হাসি?

This campaign is in an urgent need of funds!

শুনতে কি চান শাওনের মিষ্টি হাসি?

ছবিতে যে ছোট্ট বাবুটিকে দেখছেন, তার নাম শাওন শেখ। শাওন থাকে বাগেরহাটের চিতলমারীর একটা গ্রামে।  মাত্র সাড়ে তিন বছর বয়স! কী আদূরে বয়স, তাই না?

অথচ এই ছোট্ট শাওন হাঁটাচলা করতে পারে না। কোনোরকমে ধরে বসিয়ে দিলে একটুক্ষণ বসে থাকে, দুয়েক মুহুর্ত হামাগুড়ি দিলেই হাঁপিয়ে ওঠে, তারপর নেতিয়ে পড়ে। শাওন খেতেই পারে না। এক-দুই গ্রাস খাবার মুখে নিয়েই সে এতোই হয়রান হয়ে যায়, এতোই শ্বাসকষ্ট হয় তার, যে, বুকের খাঁচা প্রবলভাবে ওঠানামা করে যেন দম-দেয়া হাঁপরের মতন! কাঁদতে গেলেও বুকের খাঁচা প্রবলভাবে ওঠানামা করে যেন দম-দেয়া হাঁপরের মতন! এটাই ছোট্ট শাওনের জন্ম থেকে যাপন করে আসা জীবন। ওর হার্টে জন্মগত একটা ত্রুটি আছে, যার নাম টেট্রালজি অভ ফ্যালট (TOF)। হার্টের এই ত্রুটি থাকলে এমনই হয়।

মা-বাবার বড় ইচ্ছে জীবনের যত মধুর চঞ্চলতায় আচ্ছন্ন হোক শাওনের সুখী মুখ। স্নেহ-মায়া-মমতা-ভালোবাসা-মাতৃত্ব-পিতৃত্ব….. এসব কি ধনী-গরীব মেনে চলে! হৃদয়ের এই টান তো জাগতিক বস্তুকেন্দ্রিক সব সম্পদের চেয়ে অনেক বেশি দামী। একের পর এক ওষুধ, পথ্য, পরীক্ষা-নীরিক্ষার পর এক সময় মনটা খারাপ করে ডাক্তার বলেন, ছোট্ট শাওনকে অপারেশন করানো লাগবে। ওপেন হার্ট সার্জারি!  এতোটুকু বয়সে এতো কঠিন অপারেশন!

শুনে ভ্যানচালক বাবা হেদায়েত শেখের মুখ শুকিয়ে যায়। নিজেদের সন্তানকে সাধ্যের সবটুকু ভালোবাসা দিয়ে সুস্থ করে তোলার স্বপ্ন নিয়ে ছুটে আসেন সিজেডএম-এর কাছে সাহাযের আবেদন নিয়ে। সিজেডএম এর সনশলিষ্ট কর্তৃপক্ষ থেকে শাওনের মেডিকেল রিপোর্ট যাচাই করা হয়। 

সিজেডএম হার্ট ফাউন্ডেশন ও এভারকেয়ার হসপিটালের সাথে চুক্তিবদ্ধ হয়ে হতদরিদ্র কার্ডিয়াক রোগীদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে দেয়। তবে, সম্মানিত ডোনারদের সবার ঐকান্তিক সহযোগিতায়।  এ বছর ৩০ জন রোগীর জন্য ৩৭ লাখ ৫০ হাজার টাকার স্পন্সর করেছেন দাতাগোষ্ঠী।

এবারো সিজেডএম ছোট্ট শাওনের মাথায় আপনাদের সস্নেহ হাত রাখার অনুরোধ জানাচ্ছে।

শাওনের চিকিৎসাটি সম্পন্ন হবে ইবনে সিনা পেডিয়াট্রিক কার্ডিয়াক কেয়ার সেন্টারে, একটি ১০ দিনের প্যাকেজে– যাতে খরচ পড়বে ২,৬৫,০০০ টাকা।  এর সাথে অতিরিক্ত যোগ হবে দুই ব্যাগ রক্ত যার খরচ পড়বে ২৫,০০০ টাকা। এছাড়া আছে তার ওষুধ কেনার টাকা। 

যারা বাচ্চাটার জন্য কষ্ট পাচ্ছেন, যাদের ওর জন্য কিছু একটা করতে পারলে ভালো লাগবে, তাদের জন্য এই মোট খরচটাকে সহজ করে দেই:

  • ৩০ জন দাতার প্রত্যেকে ১০,০০০ টাকা করে দেয়া
  • ৩০০ জন দাতার প্রত্যেকে ১,০০০ টাকা করে দেয়া
  • ৫০০ জন দাতার প্রত্যেকে ৬০০ টাকা করে দেয়া
  • ১০০০ জন দাতার প্রত্যেকে ৩০০ টাকা করে দেয়া
  • ৩০০০ জন দাতা ১০০ টাকা করে দেয়া
  • ৫০০০ জন দাতা ৬০ টাকা করে দেয়া

এর চেয়ে কমও যদি কেউ দিতে চান যার যার সামর্থ্য অনুযায়ী, সেই প্রতিদান মহান রবের হাতে। তিনিই জানেন, সবার অন্তর ও সামর্থ্যের খবর। তিনিই দেবেন যাকে যা ইচ্ছে—- প্রতিদান! শাওনের চিকিৎসার খরচ দিতে না পারেন, তো কি হয়েছে? এই পোস্ট আপনারা আপনাদের পরিচিত দয়ালু ব্যক্তিদের কাছে পৌঁছে দিন যাদের এমন সম্ভাবনা আছে যে তারা এই খরচ বহন করতে আগ্রহী হবে। তাদেরকে অনুরোধ করুন শাওনকে বাঁচাতে এগিয়ে আসতে!

অনুদান পাঠানোর ঠিকানাঃ

১। ব্যাংক হিসাব

Account Name: Center for Zakat Management

Account No. 011200 3496028

Exim Bank of Bangladesh Ltd.

Routing Number: 100272691

SWIFT Code (BIC): EXBKBDDHO39

২। মোবাইল ব্যাংকিংঃ বিকাশ, নগদ, রকেট, উপায় এবং ট্যাপঃ ০১৭২৯ ২৯৬ ২৯৬ (মার্চেন্ট একাউন্ট, পেমেন্ট অপশন ব্যবহার করতে হবে)

৩। অনলাইন পেমেন্ট করুনঃ www.czm-bd.org/pay_zakat/

Campaign ID: #1047
Started From: 20 February, 2025 11:37 AM
Ends On: 22 April, 2025 11:37 AM
Raised: 0 Tk
Goal: 300000 Tk
0%
58 Days Left
0 Supporters
Program

INSANIAT - Emergency Support

Category

  • FERDOUSI

Have any question?
Contact Us